দেশের সমৃদ্ধিতে সবাইকে কর দেয়ার আহ্বান জানিয়েছেন রূপালি পর্দার তারকারা। একই সঙ্গে কর আদায় পদ্ধতি হয়রানিমুক্ত ও সৃজনশীল করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।<br /><br />শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনের সামনে ‘আয়কর দিবস ২০১৯’ উদ্বোধনী অনুষ্ঠানে তারকারা এই আহ্বান জানান।<br /><br /><br />নিউজটি পড়তে ক্লিক করুন-<br />https://www.jagonews24.com/entertainment/news/542940